English

16 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

সোনার দাম আরও বাড়ল

- Advertisements -

তিন দিনের ব্যবধানে সোনার দাম আরেক দফায় বেড়েছে।  দেশের বাজারে ভরিতে আরও ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে সোনার দাম। এরফলে সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৭৪ টাকা। দেশের ইতিহাসে সোনার দামের এটিই সর্বোচ্চ রেকর্ড।

Advertisements

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মূল্য নির্ধারণ কমিটির সভায় বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। আর এ নিয়ে পরপর ৫ দফা সোনার দামে রেকর্ড গড়ল।

নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে এক লাখ ৯ হাজার ৮৭৪ টাকা। বুধবার যা ছিল এক লাখ ৮ হাজার ১২৫ টাকা। এ হিসাবে ভরিতে বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা। এর আগেও পরপর পাঁচ দফা রেকর্ড গড়েছে সোনার দাম। অর্থাৎ ধারাবাহিকভাবে বেড়ে চলে পণ্যটির দাম। এক্ষেত্রে আন্তর্জাতিক দাম বৃদ্ধির কথা বলছে বাজুস।

এছাড়াও নতুন দাম অনুসারে ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৯ হাজার ৯২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৪ হাজার ৯৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisements

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতোই ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা পড়বে।

এর আগে সর্বশেষ গত ২৭ নভেম্বর সোনার দামে সর্বোচ্চ রেকর্ড গড়ে। তার আগে ৬ ও ১৯ নভেম্বর বাড়ানো হয়। তারও আগে গত ২৭ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন