ঢাকার দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক গতি ফিরেছে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের ফলে। বিভিন্ন চরাই উতরাই পেরিয়ে পদ্মা সেতু উদ্বোধনের পরবর্তী সময় থেকে সরকারি ও বেসরকারি বিনিয়োগের অন্যতম স্থান হয়েছে ঢাকা মাওয়া হাইওয়ে রোডের পার্শ্ববর্তী এলাকা সমূহ।
বিশেষ করে আবাসন ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের আদর্শ স্থান কেরানীগঞ্জ, সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজং উপজেলার হাইওয়ে রোডের পার্শ্ববর্তী মৌজা। উদীয়মান বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম মাতৃভূমি গ্রুপ। বেশ কয়েকটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের পাশাপাশি মাতৃভূমি ডেভলপার এন্ড প্রোপারটিস লিমিটেডের উদ্যোগে আজ ৯ ডিসেম্বর সকালে রাজধানী ঢাকার কাপ্তান বাজার কমপ্লেক্সে সপ্তাহ ব্যাপী আবাসন মালার আয়োজন করেছে।
মেলায় সভাপতিত্ব করেন কাপ্তান বাজার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মামুনুল হাসান পলাশ। উদ্বোধন করেন মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাইনউদ্দিন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃভূমি গ্রুপের অর্থ পরিচালক মোঃ ফিরোজ আলম, গ্রুপের উপদেষ্টা বাপ্পি সরদার, পরিচালক মার্কেটিং মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম মুকুল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব সরকার। আবাসন ব্যবসায়ীদের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি ক্রেতাদের বিনিয়োগ নিরাপদ করতে রিহ্যাবের পাশাপাশি আইনি সুরক্ষা নিশ্চিত করতে বিচার বিভাগের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে রেখেছেন। মাতৃভূমি সিটি তাদের ওয়াদা অনুযায়ী সঠিক সময়ে বিনিয়োগকারীদের প্লট বুঝিয়ে দিতে সক্ষম হবে বলে প্রত্যাশা করি।
মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাইনউদ্দিন মিয়া বলেন, আবাসন মেলার উদ্যোগটি নেয়া হয়েছে মূলত প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র সঞ্চয়কারীদের নিরাপদ আবাসন সুবিধা নিষ্ঠিত করার জন্য। স্বল্পমূল্যে প্লট বিক্রি করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অর্থনৈতিক চালিকা শক্তির অংশ হতে চায় মাতৃভূমি গ্রুপ। সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাতৃভূমি গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মেলা উদ্বোধনের শুরুতেই ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।