টানা ১৯ দিন আন্দোলনের পর মজুরি নিয়ে সমস্যার অবসান হওয়ার পর হবিগঞ্জের ২৪টি চা বাগানে পুরোদমে কাজ শুরু করেছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকেই জেলার বাগানগুলোতে তারা কাজে লেগে যান। পাতা উত্তোলন শুরু করেন। এতে আবারও প্রাণ ফিরে পেয়েছে চা বাগানগুলো।
ফয়জাবাদ চা বাগানের ব্যবস্থাপক সৈয়দ গোলাম সাকলাইন বলেন, ‘ইতিমধ্যে বাগানের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা চেষ্টা করব যেন একটু বেশি কাজ করিয়ে সে ক্ষতি পুষিয়ে নিতে পারি। ’
জানা গেছে, দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। অবশেষে প্রধানমন্ত্রী তাদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিলে সোমবার থেকে পুরোদমে কাজে ফিরে যান শ্রমিকরা।