বাংলাদেশের পরিস্থিতি অবশ্য একটু ভিন্ন। বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে থাকেন। তাঁদের বেশির ভাগই প্রবাসী শ্রমিক। দেশে ফেরার সময় তাঁরা নিজেদের পরিবার বা আত্মীয়স্বজনের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসেন। তাঁদের জেনে রাখা ভালো, কোন কোন জিনিসপত্র আনলে বিমানবন্দরে কোনো শুল্ক কর দিতে হয় না।
সাধারণত প্রবাসীরা সোনার গয়নাই বেশি আনেন। ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন যাত্রী ১২টির বেশি এক ধরনের গয়না বিনা শুল্কে দেশে আনতে পারেন না। আবার এর ওজন ১০০ গ্রামের বেশি হওয়া যাবে না। সোনার বার বা স্বর্ণপিণ্ড আনলে শুল্ক দিতে হবে। এ ছাড়া ২০০ গ্রামের বেশি রুপার অলংকার আনলে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে না।
ব্যাগেজ রুল অনুযায়ী, সব মিলিয়ে ২৬ ধরনের পণ্যে শুল্কমুক্ত সুবিধা পান বিদেশ থেকে আসা যাত্রীরা। এই তালিকায় আছে, এখন নিত্যপণ্য হিসেবে বিবেচিত মুঠোফোন। একজন যাত্রী সর্বোচ্চ দুটি মুঠোফোন আনতে পারবেন। সাধারণ ভিডিও ক্যামেরা ও স্থিরচিত্র ধারণের ক্যামেরাও আনতে পারবেন। এ ছাড়া ২১ ইঞ্চি পর্যন্ত প্লাজমা, এলইডি ও এলসিডি টিভি এবং ২৯ ইঞ্চি পর্যন্ত সাধারণ টিভি আনতেও কোনো কর দিতে হবে না।
যাত্রীদের এই ব্যাগেজ রুলস শুধু বিমানবন্দর নয়, যেকোনো স্থলবন্দর, সমুদ্রবন্দরের ক্ষেত্রেও প্রযোজ্য।