বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে আরও ডিম আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
তিনি বলেন, চারটি কোম্পানিকে এক কোটি করে মোট চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ভোক্তাদের কথা বিবেচনায় নিয়ে আমরা এ অনুমতি দিয়েছি। আমাদের প্রতিদিন প্রায় চার কোটি ডিম প্রয়োজন হয়। সেই হিসেবে আমরা মাত্র একদিনের ডিম আমদানির অনুমতি দিয়েছি। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে আমরা আরও বেশি ডিম আমদানির অনুমতি দেবো।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
বাণিজ্য সচিব বলেন, আমরা প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করছি। আমরা দেশীয় উৎপাদিত ডিমকে অগ্রাধিকার দিতে চাই। তবে এই সুযোগ নিয়ে ডিমের অতিরিক্ত দাম নেওয়াটা যৌক্তিক নয়।
অন্যদিকে, ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। চার প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয় আজ সোমবার।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুরুতে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেয়া হয়েছে। আর আমদানির অনুমতি পেয়েছে চারটি প্রতিষ্ঠান। এই চার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স এনবড সাপ্লাইয়ার্স, টকইগার ট্রেডিং ওঅর্নব ট্রেডিং লিমিটেড।
ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টির পর সরকার প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্ত মানেনি।