খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম চলবে।
মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাধন চন্দ্র মজুমদার বলেন, “চলতি অর্থবছরে সরকার ১০ লাখ টন চাল আমদানির লক্ষ্য রেখেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ইতোমধ্যে ভিয়েতনাম থেকে ২ দশমিক ৩ লাখ টন ও ভারত থেকে এক লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে।
“মিয়ানমার থেকে ২ লাখ টন চাল আমদানির ব্যবস্থা নেওয়া হচ্ছে”, বলেন তিনি।
উল্লেখ্য, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় গত এক সেপ্টেম্বর থেকে সরকার খোলাবাজারে (ওএমএস) ন্যায্যমূল্যে চাল, আটাসহ নিত্যপণ্য বিক্রি করছে। তিন মাস এ কার্যক্রম চলবে বলে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।