কয়েক দিন দাম ওঠানামায় অস্থির থাকার পর আবারও আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে সোনা। আন্তর্জাতিক বাজারে গতকাল সোমবার (১৭ আগস্ট) লেনদেন শুরুতেই সোনার দাম বাড়ার আভাস মেলে। এদিন প্রতি আউন্স সোনার দাম ৪৩ ডলার বেড়ে যায়। এই বড় উত্থানের পর মঙ্গলবারও লেনদেন শুরু হতেই সোনার দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।
এদিকে প্রতি আউন্স সোনার দাম এরইমধ্যে ৬ ডলারের ওপরে বেড়ে এক হাজার ৯৯২ ডলারে উঠেছে। এতেই সপ্তাহের ব্যবধানে সোনার দাম ৩ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। এর আগে অস্বাভাবিক দাম বেড়ে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড দুই হাজার ৭৫ ডলারে ওঠে। তবে এই দাম বাড়ার পর গত ৭ আগস্ট পতনের মুখে পড়ে। আর গত সপ্তাহের মঙ্গলবার সোনার দামে রীতিমতো ধস নামে। একদিনে প্রতি আউন্স স্বর্ণের দাম ১১২ ডলার কমে যায়। অপরদিকে বিশ্ববাজারে এই রেকর্ড দরপতনের পরিপ্রেক্ষিতে গত বুধবার দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে সাড়ে তিন হাজার টাকা দাম কমানো হয়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন