চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে রফতানি হয়েছে কাঁচকলা। এবারই প্রথম দেশ থেকে কাঁচকলা রফতানি হলো। গত ৩১ মার্চ কাঁচকলা নিয়ে জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়।
এর আগে বিমানের পাশাপাশি জাহাজে করে বিভিন্ন দেশে টমেটো, তরমুজ, পেয়ারা, আলু, লাউসহ বিভিন্ন ধরনের সবজি রফতানি হয়ে আসছিল।
সোমবার চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক নাছির উদ্দীন বলেন, ‘সাত্তার ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান মালয়েশিয়ায় কাঁচকলা রফতানির জন্য গত ৩০ মার্চ আবেদন করে। আমরা যাচাই-বাছাই শেষে ওইদিনই রফতানির অনুমতি দিয়েছি। ওই প্রতিষ্ঠানটি ৪.৫ মেট্রিক টন কাঁচকলা মালয়েশিয়ায় রফতানি করেছে। এর আগে জাহাজে করে কাঁচকলা বিদেশে রফতানি হয়নি। বগুড়ার শিবগঞ্জ থেকে এসব কাঁচকলা সংগ্রহ করা হয়। রফতানির বিষয়টি ছিল পরীক্ষামূলক।’
রফতানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট স্কাই সি ল্যান্ডের ম্যানেজার তৌহিদুল ইসলাম বলেন, ‘৪.৫ টন কলাভর্তি শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনার বহনকারী জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে সম্প্রতি মালয়েশিয়ার পোর্ট কেলাংয়ের উদ্দেশে যাত্রা করেছে। কলার পণ্য চালানটির মূল্য ছয় হাজার মার্কিন ডলার। ওই চালানটিতে ১৭ মেট্রিক টন গোল আলুও ছিল।’
চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রানা বলেন, ‘এর আগে জাহাজে করে কলা রফতানি হয়নি। এটিই প্রথম। মালয়েশিয়ায় এসব কলা রফতানি হয়েছে। জাহাজের পাশাপাশি বিমানের কার্গো এবং যাত্রী ফ্লাইটে করেও দেশে উৎপাদিত সবজি বিভিন্ন দেশে রফতানি করা হয়।’