মূল্য যৌক্তিক পর্যায়ে ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে সরকার। পেঁয়াজের মূল্য বৃদ্ধি ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আমদানি শুল্ক প্রত্যাহারের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আজ রোববার এনবিআর আমদানি শুল্ক প্রত্যাহার করেছে।
অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের মূল্য ঊর্ধ্বমূখী। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তাই আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজের জন্য অনুৎপাদনশীল সময় বিবেচনা করে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, চাষীদের পেঁয়াজ উৎপাদনে উৎসাহ প্রদান ও ন্যাষ্যা মূল্য নিশ্চিতকরণে সরকার চলতি অর্থবছরের বাজেটে পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন