কারিমুল হাসান লিখন, ধুনট: বগুড়ার ধুনটে এক দিনের ব্যবধানে সোনামূয়া বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে প্রতিকেজি ৪০ টাকা। বৃহস্পতিবার কান্তনগর বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজি।
পরের দিন শুক্রবার একই গুনগত মানের মরিচ বিক্রি হয়েছে প্রতিকেজি ২শ টাকা। সরবরাহ কম থাকায় কাঁচা মরিচের দাম বেড়েছে এমনটাই দাবি ব্যবসায়ীদের।
উপজেলার কান্তনগর বাজারে কাঁচা মরিচ কিনতে আসা মিজানুর রহমান নামের এক শিক্ষক জানান, নিত্যপণ্যের দাম বাড়েই চলছে প্রতিনিয়ত। দু’দিন আগেও কাঁচা মরিচ কিনেছি ১৬০ টাকা কেজি।
হঠাৎ করেই গত শুক্রবার ২শ টাকা কেজিতে মরিচ বিক্রি করছে ব্যবসায়ীরা। কান্তনগর বাজারের হোটেল মালিক ফারুক জানান, কাঁচা মরিচ প্রতি কেজি ২শ টাকার কমে দিতে চাচ্ছে না কোন ব্যবসায়ী।
বাধ্য হয়েই শুক্রবার বেশি দামে কিনতে হয়েছে। লিমন নামে এক ক্রেতা জানান, মরিচ বিক্রিতে মনেহয় ইচ্ছামত দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা, দেখার কেউ নেই।
কাঁচা মাল ব্যবসায়ী ইউসুফ আলী, চাঁনমিয়া, শফিকুল ইসলাম, বলেন- বাজারে সরবরাহ কম থাকায় শুক্রবার কাঁচা মরিচের দাম বেড়েছে। সকালের চেয়ে বিকেলে দাম আরও একটু বেড়ে যায়। দামটা অনেকটাই আমদানির ওপর নির্ভর করে।