পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচসহ বাজরে সব সবজির দাম বাড়তে শুরু করেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। অপরদিকে কাঁচামরিচের দাম ৪০০ টাকাকে ডিঙিয়ে ধনেপাতা রেকর্ড গড়ে ফেলেছে। প্রতি কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়, যা গত দুই দিন আগে শুক্রবার বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি হিসেবে।
দিনাজপুরের সবচেয়ে বড় কাঁচাবাজার বাহাদুর বাজারের একাধিক সবজির দোকানে ঘুরে এই দাম জানা গেছে। গতকাল রবিবার দুপুরে বাহাদুর বাজারের সবজি ব্যবসায়ীরা বলেন, আপনারা শুধু কাঁচামরিচের দাম নিয়ে ব্যস্ত হয়ে আছেন। এদিকে ধনেপাতা বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি। শুক্রবার বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি।
আরেক সবজিবিক্রেতা আব্দুল আলিম বলেন, দাম বেশি হওয়ায় মানুষ ২৫ নগ্রাম, ৫০ গ্রাম ১০০ গ্রাম করে ধনেপাতা কিনছেন। ধনেপাতার চেহারাও ভালো না। আমদানি কম, তাই দাম বেশি।