ঈদ মানেই আনন্দ। আর এখন সময়টা শপিংয়ের। ঈদের আনন্দে কিছুটা বাড়তি মাত্রা যোগ করতে এলিট লাইফ নিয়ে এলো ব্যতিক্রমী সব অফার।
দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে এই ফ্যাশন ব্র্যান্ডটি। তৈরি পোশাক, টেইলারিং, কসমেটিক্স, গহনা, জুতা থেকে শুরু ছোটদের পোশাক সবই পাওয়া যায় এলিটের শোরুমগুলোতে।
প্রতিষ্ঠানটির সিইও এস এম ওবায়দুল্লাহ ওবায়েদ জানান, ঈদ উপলেক্ষ তারা যেকোনো পণ্যের দামে ২০ শতাংশ ছাড় দিচ্ছেন। এছাড়াও আছে মানিব্যাক, রির্টান ও এক্সচেঞ্জ অফার।
তিনি আরও বলেন, ’ঈদের কথা মাথায় রেখেই আমরা ফেস্টিভমুডের সব কালেকশন রেখেছি আউটলেটে। ইতালি, তুরস্ক, পাকিস্তান, ভারত থেকে আমরা এসব আমদানি করে থাকি। এইটুকু বলতে পারি আমাদের পণ্য কিনে কেউ ঠকবেন না। যদি কেউ মনে করেন ঠকেছেন এবং যথাযথ প্রমাণ দিতে পারেন তাহলে আমরা তার টাকা ফেরত দিবো। যেটাকে আমরা বলছি মানিব্যাক অফার।’
ঢাকার কাকরাইল ও এলিফ্যান্ট রোডে রয়েছে এলিট লাইফের মেগা আউটলেট। এক ছাদের নিচেই পুরো ঈদের কেনাকাটা। আপনি চাইলে ঢু মারতে পারেন।