শুক্রবার (৯ এপ্রিল) থেকে শপিংমল-দোকানপাট খোলা থাকবে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকান খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে করোনার টিকাদান কর্মসূচি চলমান থাকবে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়া গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করে সরকার। ওই দিন থেকে শপিংমল-দোকানপাট বন্ধ ছিল। শপিংমল-দোকানপাট খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন মালিক শ্রমিকরা।
স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট একটা সময়ের জন্য থেকে দোকান খোলা রাখার অনুমতি চেয়ে ৭ এপ্রিল প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বরাবর একটি চিঠি পাঠায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।