ঝিনাইদহের বাজারগুলোতে প্রতিকেজি কাঁচা মরিচ ৩২০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। হঠাৎ করে বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় শহরের নতুন হাটখোলা, পাগলাকানাই ও হামদহ বাজার ঘুরে দেখা যায়, ৩২০ টাকা দরে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
নতুন হাটখোলা বাজারের সবজি ব্যবসায়ী স্বপন কুমার বলেন, ঈদের আগে বাজারে কাঁচা মরিচ প্রতিকেজি ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি করেছি।
কিন্তু হঠাৎ পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
আরেক সবজি ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, বেশ কিছুদিন থেকে বৃষ্টি না হওয়া ও প্রচণ্ড রোদ গরমে ক্ষেতে মরিচ নষ্ট হচ্ছে। এতে সরবরাহ অনেকটাই কমে গেছে। তাই দাম বেড়ে গেছে।