English

18 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

আরো কমবে চালের দাম: খাদ্যমন্ত্রী

- Advertisements -

আগামী মাসের শুরুর দিকেই চালের দাম আরো কমবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে। আগামী ১ সেপ্টেম্বর দেশব্যাপী ওএমএস (খোলা বাজারে বিক্রি) ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কম দামে চাল বিক্রি কার্যক্রম চালু হলে দাম আরও কমবে।

খাদ্য আমদানির বিষয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্য আমদানির ক্ষেত্রে সবকিছু ‘ক্লিয়ার’ আছে। দেখবেন গম আসতে থাকবে, চাল চাল আসতে থাকবে।

গত ১৪ আগস্ট খাদ্যমন্ত্রী বলেছিলেন, ৫০ লাখ পরিবারের চার কোটি মানুষকে লক্ষ্য করে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে ওএমএস কার্যক্রম শুরু হবে। এর ফলে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে।

তিনি আরও বলেন, আমাদের দুই হাজার ১৩ জন ডিলার আছে। প্রতিদিন দুই টন করে চাল পাবে  প্রত্যেক ডিলার। ভোক্তারা মাসের হিসাবে ১৫ টাকা প্রতি কেজি দরে ৩০ কেজি চাল পাবেন। এই কর্মসূচি জেলা শহর, পৌরসভা বা সিটি এলাকায় একযোগে চলবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

এ সময় মিষ্টি আলু খাবেন কেন?

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন