নিয়ম মেনে রাস্তা পার না হলে দুর্ঘটনা ঘটার ঝুঁকি বেশি থাকে। তাই সবারই উচিত আশপাশে দেখে তবেই রাস্তা পার হওয়া।
জেনে নিন রাস্তা পারাপারের সঠিক নিয়ম-
>> চৌরাস্তা দিয়ে রাস্তা পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। তাই এসব জায়গা দিয়ে রাস্তা পার হবেন না।
>> শিশু কিশোরদের একা রাস্তা পার হতে দেবেন না। এক্ষেত্রে ট্রাফিক পুলিশের সাহায্য নিতে শেখান। পুলিশ পাওয়া না গেলে কমপক্ষে প্রাপ্তবয়স্ক কারও সাহায্য নিয়ে রাস্তা পার হতে বলুন।
>> রাস্তা পারাপারের সময় সঙ্গে শিশু থাকলে তাকে কোলে তুলে নিন। সম্ভব না হলে শক্ত করে হাত ধরে রাখুন।
> রাস্তা পারাপারের সময় দৌড় দেয়া যাবে না। ডানে-বামে দেখে, স্বাভাবিক গতিতে হেঁটে রাস্তা পার হোন।
>> প্রথমে ডানে, তারপরে বামে, একইভাবে সামনে-পেছনে ও সব শেষে ডানে তাকিয়ে তারপর রাস্তা পার হোন।
>> রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করুন। ওভারব্রিজ না থাকলে জেব্রাক্রসিং ব্যবহার করুন। দুটির একটিও না থাকলে সতর্কতার সঙ্গে রাস্তা পার হোন।
>> মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
>> রাস্তায় পার হওয়ার সময় সিগন্যাল মানুন। লাল, হলুদ ও সবুজ বাতির সংকেত মেনে চলুন।