বরিশালে আর্জেন্টিনার খেলা চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপেন চন্দ্র মন্ডল (৫৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে খেলা চলাকালীন আর্জেন্টিনা প্রথম গোল করার পর এ ঘটনা ঘটে।
বরিশালে আর্জেন্টিনার খেলা চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপেন চন্দ্র মন্ডল (৫৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে খেলা চলাকালীন আর্জেন্টিনা প্রথম গোল করার পর এ ঘটনা ঘটে।
উপেন মন্ডল বরিশালের গৌরনদী পৌরসভার টরকীর চর মহল্লার মৃত উমেষ চন্দ্র মন্ডলের ছেলে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপেন মন্ডলের ভাগনে সুমন বাড়ৈ জানান, তার মামা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিশ্বকাপ ফুটবলে তিনি (উপেন চন্দ্র) আর্জেন্টিনার কট্টর সমর্থক ছিলেন। মঙ্গলবার দিনগত রাত ১টার পর নিজ ঘরে টেলিভিশনে খেলা দেখছিলেন। খেলা চলাকালীন আর্জেন্টিনা প্রথম গোল করার পর উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হন উপেন চন্দ্র।
পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
দুপুরে পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান ভাগনে সুমন বাড়ৈ।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, লোকমুখে তিনি ঘটনাটি শুনেছেন।
nirapadnews.com
নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধন নম্বর-১৩। প্রধান সম্পাদক: ইলিয়াস কাঞ্চন নির্বাহী সম্পাদক: মিরাজুল মইন জয়