English

19 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
- Advertisement -

হারের পথে ডোনাল্ড ট্রাম্প, সেই খবরে বরিশালে ভূরিভোজ!

- Advertisements -

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ের পথে, হারের পথে ডোনাল্ড ট্রাম্প-এমন খবরে বরিশালের গৌরনদী উপজেলায় ভূরিভোজের আয়োজন করা হয়েছে। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হারতে বসার খবরে গতকাল বৃহস্পতিবার রাতে গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী মো. মেরাজ হোসেন খান স্থানীয় ব্যবসায়ী, সুধীসহ প্রায় আড়াইশ জন লোকের জন্য এই আয়োজন করেন।
জানতে চাইলে মেরাজ হোসেন খান বলেন, ‘এই যে ট্রাম্প একেবারে অশিক্ষিত একটা লোক, তারে প্রেসিডেন্ট মানায়? সে এই বিশ্বটাকে একেবারে অশান্তিতে রাখছিল চারটা বছর, যার কারণে নির্বাচনে আমরা জো বাইডেনের পক্ষ নিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই মার্কেটে ৮০-৯০ জন দোকানদার আছে, সবাই জো বাইডেনের সমর্থক। নির্বাচনের শুরু থেকেই সবসময় আমরা খোঁজ রাখছিলাম। যখন দেখলাম বাইডেন ২৬৪ ইলেকটোরাল ভোট পাইছে। তখন আমরা ভাবলাম, সে শতভাগ জিতবে। তাই এই উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়।’
এই আয়োজনে ওই মার্কেটের ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা পেশার মানুষ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজনে উপস্থিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর উকিল গণমাধ্যমকে বলেন, ‘বাইডেন জয়ের পথে এগিয়ে থাকায় তার সমর্থক মেরাজ হোসেন খান উৎসব ও ভোজের আয়োজন করেছেন। আমরা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি।’ একই কথা জানালেন সুপার মার্কেটের ব্যবসায়ী দীপক কুমার দাস, সুকণ্ঠ দাস ও মো. নুরু সরদার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন