English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

ফেসবুক লাইভে এসে নিজঘরে আগুন দিলেন যুবক

- Advertisements -
Advertisements

বরগুনায় কাওসার সিকদার নামের এক ব্যক্তিকে ডিবি পুলিশ সদস্যরা গাঁজাসহ আটক করেছেন। কাওসারকে আটক করায় পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে নিজঘরে আগুন ধরিয়ে দিয়েছেন বড় ভাই ফেরদৌস সিকদার বাবু।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমরাঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন ধরানোর দৃশ্য নিজের ফেসবুক আইডিতে লাইভ করেন ফেরদৌস।

লাইভে ফেরদৌস দাবি করেন, স্থানীয় মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় প্রতিপক্ষ পুলিশের সঙ্গে আঁতাত করে তার ভাই কাওসারকে গাঁজাসহ আটক করিয়েছে।

Advertisements

এর প্রতিবাদে তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন। ১৭ মিনিটের লাইভে ফেরদৌস তার ভাইকে নির্দোষ দাবি করেন। আগুনে ঘরের সামনের অংশ পুড়ে যাওয়ার পর এলাকাবাসী ছুটে এসে নিয়ন্ত্রণ করেন।

উল্লেখ্য, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার ডিবির একটি দল সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের আমড়াঝুড়ি এলাকা থেকে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলম সিকদারের ছেলে বরিশাল জেলা পুলিশের ধর্ষণ মামলায় বরখাস্ত হওয়া কাওসার সিকদারকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন