পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধানক্ষেতে বিদ্যুতের সংযোগ দেওয়ার অপরাধে তিনজনকে আসামি করে একটি মামলাও দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, শীতলপাড়া এলাকার সুমন হাওলাদার, মামুন হাওলাদার ও ছালাম হাওলাদার কাউকে না জানিয়ে তাদের বোরো ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতে। বুধবার রাতে প্রতিবেশী স্কুলছাত্র জাহিদুল খান শুভ ও মো. কাওছার ঝুপি দিয়ে ওই ক্ষেতে মাছ ধরতে যায়। এ সময় জাহিদুল খান শুভ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, ধানক্ষেতে কাউকে না জানিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়ার অপরাধে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে নিহত জাহিদুল খান শুভর মামা মামুন শরীফ। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।