English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

দিনাজপুরের হিলি বাজারে উঠেছে ঢেঁড়স, কেজি ৯০ টাকা

- Advertisements -

দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে ঢেঁড়স। বর্তমানে এই বাজারে সবজিটি প্রতি কেজি ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। কুষ্টিয়া, রাজবাড়ি, মেহেরপুর এলাকা থেকে ঢেঁড়স আমদানি হচ্ছে এই বাজারে।

বোরবার (১৩ মার্চ) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত দুই দিন ধরে বাজারে ঢেঁরস নিয়ে আসছেন সবজি বিক্রেতারা। দেশের দক্ষিণ অঞ্চল থেকে এসব ঢেঁড়স আমদানি হচ্ছে হিলিসহ আশপাশের বাজারগুলোতে। ৮০ টাকা পাইকারি কিনে তা সবজি ব্যবসায়ীরা ৯০ থেকে ১০০ টাকা দরে খুচরা বিক্রি করছেন।

হিলি বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, ‘বাজারে ঢেঁড়স উঠতে শুরু করেছে তবে দামটা অনেক বেশি। তাই ৪৫ টাকা দিয়ে আধাকেজি কিনলাম। ঢেঁড়স একটা ভিটামিনযুক্ত সবজি। এতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে।’

হিলি বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, ‘বিরামপুর পাইকারি বাজার থেকে ঢেঁড়স কিনে আনছি। কুষ্টিয়া, রাজবাড়ি, মেহেরপুর থেকে ঢেঁড়স আমদানি হচ্ছে। আমরা ৮০ টাকা পাইকারি নিয়ে তা ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি করছি। উত্তর বঙ্গের কৃষকরা এখনো মাঠ থেকে ঢেঁড়স তুলতে শুরু করেনি। আশা করছি আর কিছুদিনের মধ্যে আমাদের এলাকার ঢেঁড়স বাজারে পাওয়া যাবে, তখন দামটাও অনেক কমে আসবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন