English

15 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

তীব্র শীতের মধ্যেই শোভা ছড়াচ্ছে আমের মুকুল

- Advertisements -

পৌষ আর মাঘ শীতের মাস। এই দুই মাসের শেষেই আম গাছে মুকুল আসে। কিন্তু এবার হাড় কাঁপানো শীতের মধ্যেই খানিকটা আগেই মাঘের শুরুতে দিনাজপুরে অনেক আম গাছে আসতে শুরু করেছে মুকুল। এই আগাম মুকুল দেখে আম চাষিরাও বেশ খুশি।

তবে কৃষি বিভাগ বলছে, শীত বিদায় নেওয়ার আগেই আমের মুকুল আসা খুব একটা ভালো নয়। কারণ, এখন ঘন কুয়াশা পড়লে গাছে আগেভাগে আসা মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে। যা ফলনেও প্রভাব ফেলবে।

এদিকে, আগাম মুকুল আসায় গাছে গাছে শুরু হয়ে গেছে মৌমাছির গুঞ্জন। মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন কাছে টানছে মৌমাছিদের। গাছে গাছে চলছে ভ্রমরের সুর ব্যঞ্জনা।

দিনাজপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা রাকিব হাসান বলেন, এ এলাকার অনেক গাছ মুকুলে ছেয়ে গেছে। পাশে আরও আম গাছ থাকলেও সেগুলোতে মুকুল আসেনি।

কসবা এলাকার আসলাম হোসেন বলেন, শীত আর ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তবে এরই মাঝে আগেভাগেই কিছু আম গাছে মুকুল এসেছে। সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমের মুকুল আসে। এবার প্রায় এক মাস আগে এসেছে মুকুল।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান বলেন, কিছু আম গাছে আগাম মুকুল এসেছে। শীতে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয় না। মূল ক্ষতি করে কুয়াশা। এ কারণে মুকুল রক্ষায় চাষিদের গাছ পরিচর্যায় গুরুত্ব ও পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কুয়াশার কারণে এক ধরনের ফাঙ্গাস সৃষ্টি হয়। তাতে মুকুল ক্ষতিগ্রস্ত হয়। তাই নিয়মিত স্প্রে করতে পরামর্শ দেওয়া হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন