English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

হেলিকপ্টার দুর্ঘটনা: চলে গেলেন র‍্যাব কর্মকর্তা ইসমাইল

- Advertisements -

ঢাকার নবাবগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গত ২৭ জুলাই প্রশিক্ষণকালীন গুরুতর আহত হন র‍্যাব ফোর্সেসের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি যে হেলিকপ্টার পরিচালনা করছিলেন সেটির যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর ঢাকার নবাবগঞ্জে দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে গত ৫ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

৬ আগস্ট তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। অপারেশন সফল হলেও অন্যান্য শারীরিক জটিলতার কারণে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়। ৭ আগস্ট তাকে নেওয়া হয় আইসিইউতে। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শেষে মঙ্গলবার দুপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করে।

মোহাম্মদ ইসমাইল হোসেনের পরিবারে মা-বাবা, স্ত্রী ও দুই ছেলেসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন