English

20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
- Advertisement -

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা হারাল নবজাতক!

- Advertisements -

নবজাতক সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় জুথি আক্তার (২০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার সিমলা বাজার এলাকায় তিন দিন আগে জন্ম নেওয়া ফুটফুটে নবজাতককে ঘরে নেওয়ার পথে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। এতে পুরো পরিবারের আনন্দ মুহূর্তেই রুপ নেয় বিষাদে।

দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত জুথির মা জেসমিন আরা ও ভাই জিহাদ হোসেন। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে।

দুর্ঘটনাতে জুথি আক্তারের সঙ্গে থাকা মা জেসমিন আরা ও ভাই জিহাদ হোসেন গুরুতর আহত হলেও অলৌকিকভাবে পুরোপুরি সুস্থ আছে তিনদিন বয়সী ওই নবজাতক৷

নিহত জুথি ওই উপজেলার ভাত সিমলা গ্রামের পল্লী চিকিৎসক এনামুল হকের স্ত্রী৷

এনামুল হক জানান, গত বুধবার বগুড়া শহরের হেলথ সিটি ক্লিনিকে তার স্ত্রী ছেলে সন্তানের জন্ম দেয়। আজ বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় পরিবারের সদস্যদের সঙ্গে নবজাতকে নিয়ে নন্দীগ্রামে বাড়ি ফেরার পথে সিমলা বাজার এলাকায় অপর একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক জুথিকে মৃত ঘোষণা করেন।

ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান জানান, জুথির মরদেহ আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত জিহাদের অবস্থা আশঙ্কাজনক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন