ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৯টায় সড়ক দুর্ঘটনায় ৮০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। মাদানীনগর এলাকায় আল-আমিন গার্মেন্টের সামনে রাস্তা পারাপারের সময় ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাদানী নগর এলাকায় মহাসড়কের উপর একজন অজ্ঞাতনামা পুরুষ মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলো।
সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ীর চাপা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যায় বলে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানায়। মৃত ব্যক্তির গায়ের রং শ্যামলা, পড়নে ছাই কালার পাঞ্জাবী, সাদা আকাশী লুঙ্গি ও গায়ে সাদা শার্ট গেঞ্জি ছিলো।
মৃতের পরিচয় সনাক্তের জন্য মসজিদের মাইকেসহ এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানায় পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতের লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।