সড়ক দুর্ঘটনায় আহত বান্ধবী মরিয়ম আক্তার নিশুকে (৯) দেখতে বাসায় যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা যান অপর বান্ধবী ফারহানা আক্তার ফিমা (১১)। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসার নানকরা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নানকরা হাফেজীয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার নিশু রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মরিয়ম আক্তার নিশু গুরুতর আহত হয়। খবর পেয়ে আহত বান্ধবীকে দেখতে বাড়িতে যাচ্ছিলেন অপর বান্ধবী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারহানা আক্তার ফিমা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেনের নতুন লেন পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ফিমার মরদেহ উদ্ধার করলেও লরী এবং চালককে আটক করতে পারেনি।
আহত মরিয়ম আক্তার নিশুর দাদা তাজুল ইসলাম বলেন, নিশু স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সে দুই বেলা প্রাইভেট পড়তো। বুধবার সন্ধ্যায় প্রাইভেট পড়ার জন্য বের হয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।