সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম হাজীপাড়া মোড়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম রনি মিয়া (২৩)। সে সুনামগঞ্জ পৌরসভার সুলতানপুর এলাকার মোঃ গুলেনুরের ছেলে।
আজ রবিবার বিকেল সাড়ে ৩ টায় সিলেট সুনামগঞ্জ সড়কের হাজীপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মল্লিকপুর এলাকা থেকে পৌর শহরে ঢুকার পথে বিপরীতমুখী একটি লেগুনা গাড়ি শহর থেকে বের হওয়ার পথে মোটর সাইকেলটি দুটি গাড়ির ভেতরে ঢুকে পড়ায় ট্রাকটি ঐ মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাকে জেলা শহরের আড়াইশত শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি মো সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন