সিলেট শহরতলীর টুকেরবাজার তেমুখীতে পাথর বোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত চালক স্বপন কুমার দাস (৩৮) মৌলভীবাজারের বাসিন্দা। বর্তমানে তিনি মদিনা মার্কেটস্থ পনিটুলায় এলাকায় বসবাস করে আসছেন। সিলেটে তিনি একটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। জালালাবাদ থানা পুলিশ ট্রাক চালককে আটক করেছে।
স্থানীয়রা জানান, ট্রাকটি তেমুখী বাইপাস হয়ে ঢাকায় যাওয়ার জন্য রওয়ানা হয়। আর নিহত স্বপন মোটরসাইকেল যোগে জাউয়াবাজার যাচ্ছিলেন। তেমুখী পয়েন্টে মোটরসাইকেল আসামাত্রই ট্রাক ধাক্কা দিলে স্বপন সড়কে পড়ে গেলে পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানায় নাজমুল হুদা খান। তিনি বলেন, তেমুখীতে ট্রাক চাপায় স্বপন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পুরোদেহ ট্রাক চাপায় ক্ষতবিক্ষত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। আর নিহতের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।