সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম বুশরা (৭) সে খাগাইল গ্রামের সৌদি আরব প্রবাসী আলীম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খাগাইল এবিএস ব্রিকস এর সমানে দিয়ে বঙ্গবন্ধু মহাসড়ক পাড় হচ্ছিল বুশরা ও তার দাদা। এ সময় ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। মেয়েটির দাদা কোনরকম বেঁচে গেলেও নাতিনের মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয় বুশরা। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিহত বুশরার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এসময় উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নিহত শিশুর লাশ উদ্ধার করি এবং অস্বাভাবিক পরিস্থিতিতে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করেছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।