বগুড়ার মহাস্থানের হাতিবান্ধা নামক স্থানে ট্রাকের আঘাতে প্রাণ গেল সামিউল ইসলাম রকি (১৮) নামের এক কাঠ মিস্ত্রীর।
নিহত রকি বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রায় মাঝিড়া গ্রামের মন্তেজার রহমানের পুত্র।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ঐতিহাসিক মহাস্থান হযরত শাহ সুলতান বলখী (রহঃ) মাজার মসজিদে জুম্মার নামাজ পড়তে আসেন রকি। নামাজ শেষে মহাস্থান মার্কেট থেকে ঈদের কেনাকাটা করে সিএনজি চালিতো অটোরিকশা যোগে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। বিকাল ৩টায় রংপুর বগুড়া মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হাতিবান্ধা নামক স্থানে চলন্ত সিএনজিতে বসে ফোনে কথা বলতে থাকেন।
এসময় কথা বলার একপর্যায়ে রকি সিএনজির ভিতর থেকে অসতর্কতা ভাবে মাথা বাহিরে বের করতেই রংপুর গামী একটি অজ্ঞাত নামা ট্রাক ক্ষিপ্রগতিতে এসে রকির মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রকির মৃত্যু হয়।
রকির মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌছিঁলে সেখানে শোকের ছায়া নেমে আসে।
এলাবাসী জানান, ঢাকা-রংপুর মহাসড়কের কাজের ধীরগতি ও রাস্তার বেহাল দশার কারনে উল্লেখ্য এলাকায় প্রতিনিয়তই বাড়ছে সড়ক দুর্ঘটনা। সেই সাথে প্রাণহানি। তড়িৎ যদি এই রাস্তার কাজ সম্পন্ন না করা হয় তাহলে সড়ক দুর্ঘটনা লাগামহীন ভাবে বাড়বে বলে সচেতন এলাকাবাসীরা জানিয়েছেন।