মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেট কারের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে বিজয় পাল নামে এক জন নিহত হয়েছেন। তিনি সিএনজি চালক ছিলেন।
২৩ অক্টোবর (শুক্রবার) রাতে শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের মেরিগোল্ড পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজয় পালের বাড়ি ভিমসী গ্রামে। তিনি অজিত পালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আলমগীর।
তিনি জানান, শুক্রবার রাতে কালাপুর ইউনিয়নের মেরিগোল্ড পেট্রল পাম্পের সামনে সিএনজি ও কারের মুখোমোখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক আহত হয়।
পরে তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন