ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় শিউলি খাতুন (২৭) নামে এক নারী নিহত হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঘটেছে।
নিহত নারী উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের লিমন হোসেনের স্ত্রী। সে পেশায় একজন ব্র্যাক এনজিও কর্মী ছিলেন বলে জানা গেছে।
ঘটনা সুত্রে জানা যায়, নিহত শিউলি ব্র্যাক এনজিও’তে যশোরের মনিরামপুর শাখায় চাকুরি করতেন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় স্বামীর সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থল গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।