লালমনিরহাটের পাটগ্রামে ভটভটি উল্টে সোফিয়ার রহমান ( ৫৫) নামের এক কাচাঁমাল ব্যবসায়ীর নিহত হয়েছেন। সফিয়ার রহমান পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জমগ্রাম চাউলাতি পাড়ার মৃত মোহর উদ্দিন মিয়ার ছেলে। নিহত সফিয়ার রহমান উপজেলার বাউরা বাজারের একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। আজ দুপুরে উপজেলার আলাউদ্দীন নগর এলাকার শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কাঁচামাল কেনার জন্য লালমনিরহাট- বুড়িমারী মহাসড়ক হয়ে বাউরা থেকে ভটভটিতে যোগে পাটগ্রাম পৌর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার আলাউদ্দীন নগর এলাকার শিমুলতলায় ভটভটিটি উল্টে গেলে সফিয়ার রহমান গুরুত্বর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।