লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের কোনো ক্ষতি না হলেও ট্রেনের ক্ষতি হয়েছে। শনিবার বেলা ১১টা ৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিসহ তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগ।
জানা গেছে, উপজেলার বুড়িমারী স্থলবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ৬৬ নম্বর ডাউন কমিউটার ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বুড়িমারী স্থলবন্দর রেল স্টেশনের অদুরে সকাল ১১টা ৫ মিনিটের দিকে পেট্রেল পাম্প এলাকার উফারমারা নামক স্থানের রেল লাইন সংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাকের (ঢাকা মোট্রো ট-২৪-১৬৬৬) সাথে সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিন ও চালকের আসন ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনের চালক জহুরুল ইসলাম সামান্য আহত হয়। এ কারণে প্রায় আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
বুড়িমারী স্টেশন মাস্টার মকছুদ আলী আলী জানান, দুর্ঘটনার কারণে ট্রেনের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে। যার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ের সহকারী ট্রাফিক কর্মকর্তা (এটিএস) আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, ট্রাকটি অবৈধভাবে রেল লাইন সংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিসহ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন