ময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নিশিতা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এশিয়ান হাইওয়ে সড়কের গফরগাঁও উপজেলার ধামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশিতা আক্তার ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নয়ন মিয়ার মেয়ে। সে গফরগাঁও উপজেলার কান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার মহিরখারুয়া গ্রাম থেকে রিকশায় করে মামির সঙ্গে নানাবাড়ি যাচ্ছিল নিশিতা। রিকশা ধামাইল এলাকায় আসার পর হঠাৎ তার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে নিশিতা রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ায় পথে মারা যায়।