English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

রাস্তায় খেলার সময় ট্রলিচাপায় চার বছরের শিশুর মৃত্যু

- Advertisements -
নরসিংদীর পলাশে রাস্তায় খেলার সময় বালুবাহী ট্রলির চাপায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম নদী আক্তার (৪)। সে ওই গ্রামের প্রবাসী মো. নবী হোসেনের মেয়ে। দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, কাজীরচর গ্রামে হামিদুল্লাহ নামের এক ব্যক্তির বালুর আড়ত ও বালু বহনে ব্যবহৃত কয়েকটি ট্রলি আছে। আজ বেলা ১১টার দিকে ওই বালুর আড়ত থেকে বালু নিয়ে যাওয়ার সময় একটি ট্রলি শিশুটিকে চাপা দেয়। দুর্ঘটনার সময় শিশুটি ওই সড়কে আরও কয়েকটি শিশুর সঙ্গে খেলা করছিল। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ আল মামুন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন