রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। রাজশাহী বিমানবন্দরে বর্তমানে বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে।
আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে শাহ মখদুম বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
রাজশাহীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি নুর আলম সিদ্দিক জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ S2-AFK বিমানটি চালাচ্ছিলেন চিপ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান। শনিবার বিকেলে উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ে এর মাঝামাঝি স্থানে এসে পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। পরে পুনরায় আকাশে উড্ডয়নের চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি ভেঙে যায়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও অল্পের জন্য বেঁচে গেছেন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশিক্ষণার্থীকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।