English

16 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

রাজশাহীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষ: মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ১৭জন

- Advertisements -

রাজশাহীর কাটাখালী এলাকায় বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন।  শুক্রবার (২৬ মার্চ) বেলা আড়াইটার সময় রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক এ তথ‌্য নিশ্চিত করেছেন। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুর রউফ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৭ জন মারা গেছেন। এদের মধ্যে ১১ জন পুড়ে মারা গেছেন। এরা মাইক্রোবাসে ছিলেন। এছাড়া হানিফ পরিবহনের গাড়িতে আহতদের মধ্যে ছয় জনের মৃত‌্যু হয়েছে।’

এদিকে, রাজশাহী ফায়ার সার্ভিসের দায়িত্বরত অপর এক কর্মকর্তা জানান, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন।

রাজশাহীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ৯

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন