English

20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু

- Advertisements -

রাজবাড়ীতে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী ভ্যানচালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চর কামিয়া গ্রামের খয়বর আলী (৭৬)।

স্থানীয়রা বলেন, সোমবার সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি সূর্যদিয়া এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ব্যাটারিচালিত ভ্যানগাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী মারা যান। অরক্ষিত রেলক্রসিংয়ে কোন ব্যারিয়ার ও গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মজনু বলেন, রাস্তার উপর দিয়ে রেললাইন গেছে। এখানে কোনওদিন গেটম্যান দেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে এখানে গেটম্যান দেওয়ার দাবি তার।

রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমনাথ বসু বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন