রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৬০) ট্রাকচাপায় মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে ফুটওভার ব্রিজের নিচে ট্রাকচাপায় গুরুতর আহত হন পথচারী ওই বৃদ্ধ। এ অবস্থায় পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।