English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

রাঙামাটির কাউখালীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

- Advertisements -

রাঙামাটির কাউখালীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের চট্টগ্রাম রাঙামাটি সড়কের কেয়াংছড়া এলাকায় এ ঘটনা ঘটে। অটোরিকশাচালকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে কাউখালী থানা পুলিশ।
নিহত চালক মো. কামাল (৩৩) খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার ভূট্টাপাড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সিএনজিচালিত অটোরিকশা (চট্ট: মেট্রো: থ ১১-৮৮৩৭) এর সাথে রাঙামাটিমুখী এলপি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক (ঢাকা-মেট্টো: ট ১১-৩৩৭১) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই সিএনজিচালক নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসাপাতালে পাঠিয়েছেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্ল্যাহ জানান, চালকের লাশ পুলিশ হেফাজতে আছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন