মৌলভীবাজার – কুলাউড়া সড়কের কদমহাটা এলাকায় আবারও এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনার ঘটেছে। বৃ্হস্পতিবার সকাল ১০ টার দিকে রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় মৌলভীবাজারগামী একটি মাক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-০৪৪৬) ও একই পথগামী (মৌলভীবাজার থ ১২-০৪৮২) সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের বাহিরে পড়ে যায়।
তবে স্থানীয়রা ধারণা করছেন এই পথে যাওয়া দুই গাড়ি পরস্পর পাশ দিতে গিয়ে গড়িমসি করায় চলন্ত অবস্তায় এই দুর্ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় দুই গাড়ির আহত হয়েছেন আন্তত ৫ জন। মৌলভীবাজার ২৫০ শর্য্যা বিশিষ্ট সদর হাসপাতালের আর এম আহমদ ফয়ছল জামান জানান, ওই ঘটনায় ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ৪ জনের অবস্থা আশংকা জনক হলে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজনগর থানার ওসি আবুল হাসিম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
উল্লেখ্য একই এলাকায় গেল কদিন আগে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে হোন্ডা আরোহী মারা যায়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন