ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর উপর সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে।
জানা গেছে, অতিরিক্ত গতিতে চলা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া গ্রামের আলাল শেখের ছেলে আশরাফুল ইসলাম (১৭) ও তার বন্ধু একই এলাকার সেলিম মিয়ার ছেলে অসীম (১৭)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইয়াসিন সাইফী বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেঘনা সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে মোগরাপাড়া চৌরাস্তা থেকে গজারিয়ার দিকে যাচ্ছিল দুই কিশোর। তাদের মোটরসাইকেলটি অত্যধিক গতিতে চলছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়।
এ বিষয়ে সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, শুনেছি মোটরসাইকেলটি অত্যধিক গতিতে চলছিল। ঘটনাস্থল সোনারগাঁও উপজেলায় পড়েছে, যা কাঁচপুর হাইওয়ে থানার অধীনে। আপনারা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে পারেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, “খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। বিস্তারিত পরে বলতে পারব।”