English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

মোটরসাইকেল-ইজিবাইক-বাইসাইকেলের সংঘর্ষে নিহত ২

- Advertisements -

নরসিংদীতে মোটরসাইকেল, ইজিবাইক ও সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে শালিধা চৌয়ালা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় নাজিম উদ্দিন নামের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- সাহেপ্রতাব এলাকার কামাল মিয়ার ছেলে বিপ্লব (১৯) ও একই এলাকার স্বপন মৃধার ছেলে দ্বীপ (২০)। আহতরা হলেন- নাজিম উদ্দিন ও লামিন।

পুলিশ জানায়, দ্বীপ, বিপ্লব ও লামিন মোটরসাইকেলে করে সাহেপ্রতাব থেকে নরসিংদী শহরের দিকে আসছিল। তাদের মোটরসাইকেলটি শালিধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকটি একটি সাইকেলের ওপর তুলে দেয়। তখন মোটরসাইকেল আরোহীরা ইজিবাইকের নিচে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দ্বীপ ও বিপ্লব নামে দুজন মারা যান। আহত হন সাইকেল আরোহী নাজিম উদ্দিন ও মোটরসাইকেল আরোহী লামিন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন