রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহমুদুল হাসান রোহিত (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন শেখ মারজান (১৯) নামে আরেকজন।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোহিতকে মৃত ঘোষণা করেন।
উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মাসুদ রানা নামে এক পথচারী জানান, মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় পোস্তগোলার তিন রাস্তার মোড়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে থাকতে দেখেন এক যুবককে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর আগেই আহত আরেকজনকে অন্য পথচারীরা হাসপাতালে নিয়ে আসেন। কীভাবে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি পথচারী মাসুদ রানা।
নিহত রোহিতের বড় ভাই মাজহারুল হাসান রাজু জানান, তাদের বাসা দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে। গুলিস্তানে একটি গেঞ্জির দোকানের চাকরি করতেন রোহিত। শুক্রবার জুমার নামাজের পর বন্ধু মারজানের মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন রোহিত। এরপর দুর্ঘটনার খবর শুনতে পান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নরোহিতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত মারজানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও গুরুতর। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কোনো কিছু জানাতে পারেনি কেউ।