সিলেটের সিলেট-জকিগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ের শেরপুর গ্রামের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টায় সিএনজিচালিত অটোরিকশাযোগে ফলিক আহমদ শিশুপুত্র শাহিনকে নিয়ে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় পৌঁছানোর পর অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশাযাত্রী শিশু শাহিন। গুরুতর আহত অবস্থায় ফলিক আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।