রাজশাহীতে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে রায়হান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার বিকেল পাঁচটার দিকে নগরীর বেলদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার রেজাউল ওরফে রাজুর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনটি মাইক্রোবাস বিয়ে বাড়িতে যাচ্ছিল। তখন বাড়ির গলি থেকে রায়হান দৌঁড়ে বের হয়ে সড়ক পার হচ্ছিল। এসময় মাইক্রোবাসের নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রায়হানের।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্রবর্মন জানান, বেলদারপাড়ায় একটি বিয়ে বাড়ির মাইক্রোবাসের নিচে চাপা পড়ে রায়হানের মৃত্যু হয়েছে। রায়হানের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।