ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের চাপায় হানিফ মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কাউতুলী স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুরের মুক্তার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দুপুরে অসুস্থ আত্মীয়কে দেখতে হাসপাতালে যান হানিফ। হাসপাতালের সামনে থেকে আরেক আত্মীয়ের মোটরসাইকেল চেয়ে নিয়ে কুমারশীল মোড় থেকে কাউতুলী মোড়ে যাচ্ছিলেন তিনি। পথে স্টেডিয়াম এলাকায় পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় পথচারীরা হানিফকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া ১নং শহর ফাঁড়ির এসআই হেলাল উদ্দিন জানান, ঘাতক মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন