English

18 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
- Advertisement -

মাইক্রো-অটোরিকশা সংঘর্ষে ময়মনসিংহে নিহত ২

- Advertisements -

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেছে দুজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- উপজেলার বাঁশহাটি গ্রামের বাবর আলীর ছেলে শাহাব উদ্দিন (৪৫) এবং অন্যজন হলেন আব্দুল খালেক (৭০)।

নান্দাইল এলাকার আঠারবাড়ি-চৌরাস্তা সড়কে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে একটি আঠারবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কালো রঙের মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই খালেকের মৃত্যু হয়। পরে এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মুজিবুর রহমান (৩৫) নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন