ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৩৫) নামে এক প্রবাসী মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২২ নভেম্বর ২০২১ সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বারৈয়ারহাট আনন্দ ক্লাবের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে মহাসড়কের উপর বিশৃঙ্খল বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় আরোহী আব্দুর রহিম। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত আব্দুর রহিম উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের চরগাঁওপাড়া এলাকার নুরুল আলমের ছেলে। তিনি পেশায় দুবাই প্রবাসী। তার ৭ বছর বয়সী এক কন্যা এবং ৩ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার তিনি প্রবাস থেকে ছুটিতে বাড়ীতে আসেন। বাড়ীতে আসার মাত্র ৪ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় তার বেদনাবিধুর মৃত্যু ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
অপরদিকে এমন করুণ মৃত্যুর মহাসড়কের উপর পড়ে থাকা বিশৃঙ্খল বৈদ্যুতিক খুঁটির অব্যবস্থাপনাকে দায়ী করছে সচেতন মহল।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন